ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

কলাবাগান ক্লাবের সভাপতি ফিরোজ ১০ দিনের রিমান্ডে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দায়ের করা দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নুর উদ্দিন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। একই থানায় মাদক আইনে দায়ের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আশিকুর রহমানও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ সফিকুলসহ ৫ জনকে আটক করে র‌্যাব। এসময় ক্যাসিনো চালানো ও জুয়া খেলার বিপুল সরঞ্জামও উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে সফিকুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি